বিভিন্ন রাজবংশ

✪ হর্ষাঙ্ক বংশ
➟ হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা - বিম্বিসার
➟ হর্ষাঙ্ক বংশের শেষ সম্রাট - নাগদশক
➟ হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট - অজাতশত্রু
✪ নন্দ বংশ
➟ নন্দ বংশের প্রতিষ্ঠাতা - মহাপদ্মনন্দ
➟ নন্দ বংশের শেষ সম্রাট - ধননন্দ
➟ নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট - ধননন্দ
✪ মৌর্য বংশ
➟ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা - চন্দ্রগুপ্ত মৌর্য
➟ মৌর্য বংশের শেষ সম্রাট - বৃহদ্রথ
➟ মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট - অশোক
✪ সাতবাহন বংশ
➟ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা - সিমুক
➟ সাতবাহন বংশের শেষ সম্রাট - যজ্ঞশ্রী সাতকর্নি
➟ সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট - গৌতমীপুত্র সাতকর্নি
✪ কুষান বংশ
➟ কুষান বংশের প্রতিষ্ঠাতা - প্রথম কদফিসেস
➟ কুষান বংশের শেষ সম্রাট - দ্বিতীয় বাসুদেব
➟ কুষান বংশের শ্রেষ্ঠ সম্রাট - কনিষ্ক
✪ গুপ্ত বংশ
➟ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা - শ্রীগুপ্ত
➟ গুপ্ত বংশের শেষ সম্রাট - বিষ্ণুগুপ্ত
➟ গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট - সমুদ্রগুপ্ত
✪ পুষ্যভূতি বংশ
➟ পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা - প্রভাকরবর্মন
➟ পুষ্যভূতি বংশের শেষ সম্রাট - হর্ষবর্ধন
➟ পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট - হর্ষবর্ধন
✪ পাল বংশ
➟ পাল বংশের প্রতিষ্ঠাতা - গোপাল
➟ পাল বংশের শেষ সম্রাট - গোবিন্দপাল
➟ পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট - দেবপাল
✪ সেন বংশ
➟ সেন বংশের প্রতিষ্ঠাতা - হেমন্ত সেন
➟ সেন বংশের শেষ সম্রাট - লক্ষ্মন সেন
➟ সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট - বিজয় সেন
✪ চালুক্য বংশ
➟ চালুক্য বংশের প্রতিষ্ঠাতা - প্রথম পুলকেশী
➟ চালুক্য বংশের শেষ সম্রাট - দ্বিতীয় কীর্তিবর্মন
➟ চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট - দ্বিতীয় পুলকেশী
✪ পল্লব বংশ
➟ পল্লব বংশের প্রতিষ্ঠাতা - সিংহবিষ্ণু
➟ পল্লব বংশের শেষ সম্রাট - অপরাজিত বর্মন
➟ পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট - প্রথম নরসিংহবর্মন
✪ চোল বংশ
➟ চোল বংশের প্রতিষ্ঠাতা - বিজয়ালয় চোল
➟ চোল বংশের শেষ সম্রাট - তৃতীয় রাজেন্দ্র চোল
➟ চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট - প্রথম রাজেন্দ্র চোল
✪ দাস বংশ
➟ দাস বংশের প্রতিষ্ঠাতা - কুতুবউদ্দিন আইবক
➟ দাস বংশের শেষ সম্রাট - মইজউদ্দিন কায়কোবাদ
➟ দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট - ইলতুৎমিস
✪ খলজি বংশ
➟ খলজি বংশের প্রতিষ্ঠাতা - জালালউদ্দিন ফিরোজ খলজি
➟ খলজি বংশের শেষ সম্রাট - কুতুবউদ্দিন মুবারক খলজি
➟ খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট - আলাউদ্দিন খলজি
✪ তুঘলক বংশ
➟ তুঘলক বংশের প্রতিষ্ঠাতা - গিয়াসউদ্দিন তুঘলক
➟ তুঘলক বংশের শেষ সম্রাট - নাসিরউদ্দিন মামুদ শাহ তুঘলক
➟ তুঘলক বংশের শ্রেষ্ঠ স
ম্রাট - ফিরোজ শাহ তুঘলক
✪ সৈয়দ বংশ
➟ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা - খিজির খাঁ
➟ সৈয়দ বংশের শেষ সম্রাট - আলাউদ্দিন আলম শাহ
➟ সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট - মবারক শাহ
✪ লোদি বংশ
➟ লোদি বংশের প্রতিষ্ঠাতা - বহলুল লোদি
➟ লোদি বংশের শেষ সম্রাট - ইব্রাহিম লোদি
➟ লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট - সিকন্দর লোদি
✪ মুঘল বংশ
➟ মুঘল বংশের প্রতিষ্ঠাতা - বাবর
➟ মুঘল বংশের শেষ সম্রাট - দ্বিতীয় বাহাদুর শাহ
➟ মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট - আকবর
✪ সুর বংশ
➟ সুর বংশের প্রতিষ্ঠাতা - শেরশাহ সুরি
➟ সুর বংশের শেষ সম্রাট - আলিদ শাহ সুরি
➟ সুর বংশের শ্রেষ্ঠ সম্রাট - শেরশাহ

In Bengali

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

1. কলিঙ্গ যুদ্ধ [261 খ্রি. পূ.] ➟ সম্রাট আশোক (জয়ী) ও কলিঙ্গের রাজা
2. তরাইনের প্রথম যুদ্ধ [1191] ➟ মহম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহান (জয়ী)
3. তরাইনের দ্বিতীয় যুদ্ধ [1192] ➟ মহম্মদ ঘোরি (জয়ী) ও পৃথ্বীরাজ চৌহান
4. পানিপথের প্রথম যুদ্ধ [1526] ➟ বাবর (জয়ী) ও ইব্রাহিম লোদি
5. খানুয়ার যুদ্ধ [1527] ➟ বাবর (জয়ী) ও মেবারের রানা সঙ্গ
6. ঘর্ঘরার যুদ্ধ [1529] ➟ বাবর (জয়ী) ও সুলতান মামুদের আফগান বাহিনি
7. চৌসার যুদ্ধ [1539] ➟ শেরশাহ (জয়ী) ও হুমায়ুন
8. কনৌজ যুদ্ধ [1540] ➟ শেরশাহ (জয়ী) ও হুমায়ুন
9. পানিপথের দ্বিতীয় যুদ্ধ [1556] ➟ আকবরের অভিভাবক বৈরাম খাঁ (জয়ী) ও হিমু
10.হলদিঘাটের যুদ্ধ [1576] ➟ আকবর (জয়ী) ও রানাপ্রতাপ
11. প্রথম কর্ণাটকের যুদ্ধ [1746-48] ➟ ফরাসি (জয়ী) ও ইংরেজ
12. দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ [1749-54] ➟ ফরাসি (জয়ী) ও ইংরেজ
13. তৃতীয় কর্ণাটকের যুদ্ধ [1756-63] ➟ ফরাসি ও ইংরেজ (জয়ী)
14. পলাশির যুদ্ধ [1757] ➟ ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ (জয়ী) ও সিরাজ উদ দৌল্লা
15. পানিপথের তৃতীয় যুদ্ধ [1761] ➟ আফগান প্রধান আহম্মদ শাহ (জয়ী) ও মারাঠা
16. বক্সারের যুদ্ধ [1764] ➟ ইংরেজ সেনাপতি (জয়ী) ও অযোধ্যার নবাব সুজা-উদ-দৌল্লা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মিরকাশিম
17. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ [1767-69] ➟ হায়দার আলি (জয়ী) ও ইংরেজ
18. দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ [1780-84] ➟ হায়দার আলি এবং তার পুত্র টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশ (জয়ী)
19. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ [1789-92] ➟ ব্রিটিশ (জয়ী) ও টিপু সুলতান
20. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ [1798-99] ➟ ব্রিটিশ (জয়ী) ও টিপু সুলতান
21. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ [1775-82] ➟ ব্রিটিশ ও মারাঠা (জয়ী)
22. দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ [1803-05] ➟ ব্রিটিশ (জয়ী) ও মারাঠা
23. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ [1817-18] ➟ ব্রিটিশ (জয়ী) ও মারাঠা
24. প্রথম ইঙ্গ- শিখ যুদ্ধ [1845-46] ➟ ব্রিটিশ (জয়ী) ও শিখ
25. দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ [1848-49] ➟ ব্রিটিশ (জয়ী) ও শিখ
26. ইঙ্গ-নেপাল যুদ্ধ [1814-16] ➟ ব্রিটিশ (জয়ী) ও নেপালি গোর্খা

In Bengali

আন্তর্জাতিক চুক্তি:
1. প্রথম ভার্সাই সন্ধি - ১৭৮০- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
2. দ্বিতীয় ভার্সাই সন্ধি - ১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানী
3. আটলান্টিক সন্ধি - ১৯৪১ - যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
4. প্যারিস চুক্তি - ১৮১৪ - ফ্রান্স ও ব্রিটেন
5. তাসখন্দ চুক্তি - ১০ জানুয়ারী, ১৯৬৬ - ভারত ও পাকিস্তান
6. সিমলা চুক্তি - ০৩ জুলাই, ১৯৭২ - ভারত ও পাকিস্তান
7. প্যারিস শান্তি চুক্তি - ১৯৭৩ - যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম
8. জেনেভা চুক্তি - ২০ জুলাই, ১৯৫৪ - ভিয়েতনাম ও ফ্রান্স
9. নাফটা চুক্তি - ১৪ সেপ্টেম্বর, ১৯৯৩ - যুক্তরাষ্ট্র ও কানাডা
10. নানকিং চুক্তি - ১৮৪২ - ব্রিটেন ও চীন

ভারতবর্ষ:
11. পুরন্দরের সন্ধি - ১৬৬৫ - শিবাজী ও মুঘলদের মধ্যে
12. আলিনগরের সন্ধি - ১৭৫৭ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ-উদ-দৌল্লার মধ্যে
13. সুরাটের সন্ধি- ১৭৭৫ - ইংরেজ ও মারাঠা পেশোয়া রঘুনাথ রাও এর মধ্যে
14. সলবাই চুক্তি - ১৭৮২ - ইংরেজ ও মারাঠাদের মধ্যে
15. ম্যাঙ্গালোরের সন্ধি - ১৭৮৪ - ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে
16. ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল- ১৭৮৭ - মারাঠা, নিজাম ও ইংরেজদের মধ্যে
17. শ্রীরঙ্গপত্তনমের সন্ধি - ১৭৯২ - ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে
18. বেসিনের চুক্তি - ১৮০২ - পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে
19. সগৌলির সন্ধি - ১৮১৬ - সালে, নেপাল ও ইংরেজ
20. ইয়ান্দাবুরের সন্ধি - ১৮২৬ - ইংরেজ ও ব্রহ্মরাজের মধ্যে
21. লাহোর চুক্তি - ১৮৪৬ - ইংরেজ ও শিখ
22. গন্ডমার্কের সন্ধি - ১৮৭৯ - লর্ড লিটন ও ইয়াকুব খাঁ এর মধ্যে
23. লক্ষ্ণৌ সন্ধি - ১৯১৬ - কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে
24. গন্ডোমার্কের সন্ধি ১৮৭৯ - আফগান ও ইংরেজ
25. রাউয়ালপিন্ডির সন্ধি - ১৯১৯ - আফগান ও ইংরেজ
26. গান্ধী ও আরউইন চুক্তি- ১৯৩১ - গান্ধী ও আরউইন
27. পুনা সন্ধি - ১৯৩২ - বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে

In Bengali

গুরুত্বপূর্ণ বিদ্রোহ বা আন্দোলন

➧ সন্যাসী ও ফকির বিদ্রোহ : 1763-1800
➧ চুয়ার বিদ্রোহ : 1768-69—1799
➧ ফরাজি আন্দোলন : 1820-1860
➧ কোল বিদ্রোহ : 1831-33
➧ কুকা বিদ্রোহ : 1840
➧ সাঁওতাল বিদ্রোহ : 1855-1856
➧ সিপাহী বিদ্রোহ : 1857
➧ নীল বিদ্রোহ : 1859
➧ ওয়াহাবি আন্দোলন : 1827-70
➧ রামোশি আন্দোলন : 1879
➧ বয়কট ও স্বদেশি আন্দোলন : 1905-11
➧ কিংসফোর্ড হত্যার চেষ্টা : 1908
➧ আলিপুর বোমা ষড়যন্ত্র : 1908
➧ লাহোর ষড়যন্ত্র : 1915
➧ বুড়িবালামের যুদ্ধ : 1915
➧ হোমরুল আন্দোলন : 1916
➧ চম্পারন সত্যাগ্রহ : 1917
➧ খেদা আন্দোলন : 1918
➧ অসহযোগ আন্দোলন : 1920-22
➧ চৌরিচৌরা ঘটনা : 1922
➧ খিলাফৎ আন্দোলন : 1919-24
➧ মাপলাঁ বিদ্রোহ : 1921
➧ বরদৌলি আন্দোলন : 1928
➧ আইন অমান্য আন্দোলন : 1930-34
➧ লবন সত্যাগ্রহ (ডান্ডি অভিযান) : 12মার্চ, 1930
➧ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন : 1930
➧ ভারত ছাড়ো আন্দোলন : 1942
➧ তেভাগা আন্দোলন : 1946
➧ নৌ বিদ্রোহ : 1946

In Bengali

ব্রিটিশ ভারতের বিভিন্ন লর্ড ও তাদের কাজ

✪ লর্ড ওয়ারেন হেস্টিংস
➣ভারতের প্রথম গভর্নর জেনারেল।
➣উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন।
➣পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
➣দ্বৈত শ্বাসন ব্যবস্থা রহিত করেন।
➣রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন।
✪ লর্ড কর্নওয়ালিস
➣চিরস্থায়ী বন্দোবস্ত করেন। 1793
➣ইন্ডিয়ান সিভিল সার্ভিস বিধি প্রণয়ন করেন।
➣দশসালা বন্দোবস্ত চালু করেন।
➣সূর্যাস্ত আইন পাস/প্রণয়ন করেন।
✪ লর্ড ওয়েলেসলি
➣অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন।
✪ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
➣সতিদাহ প্রথা রহিত করেন। 1829
➣ভারতবর্ষ পাশ্চাত্য শিক্ষার প্রসারে সর্বপ্রথম আইন প্রণয়ন করেন।
✪ লর্ড ডালহৌসী
➣বিধবা বিবাহ আইন পাস করেন।
➣সত্ত্ব বিলোপ নীতী প্রয়োগ করেন।
➣উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন।
➣পোস্ট এবং টেলিগ্রাফ।
✪ লর্ড ক্যানিং
➣উপমহাদেশে প্রথম কাগজের টাকা চালু করেন।
➣পাক-ভারত উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করেন।
✪ লর্ড মেয়োর
➣ভারতবর্ষে ১৮৭২ সালে প্রথম আদমশুমারি চালু করেন।
✪ লর্ড লিটন
➣অস্ত্র আইন পাস করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন। 1778
➣সংবাদপত্র আইন পাস করেন। 1778
✪ লর্ড রিপন
➣সংবাদপত্র আইন রহিত করেন।
➣হান্টার কমিশন গঠন করেন।
➣ইলবার্ট বিল প্রণয়ন করেন।
➣বেঙ্গল মিউনিসিলাল আইন প্রবর্তন করেন।
➣ফ্যাক্টরী আইন পাস করেন। 1881
✪ লর্ড কার্জন
➣বঙ্গভঙ্গ করেন। 1905
➣কলকাতায় ভারতের বৃহত্তম গ্রন্থাগার, ইম্পেরিয়াল লাইব্রেরী প্রতিষ্ঠা করেন।
✪ লর্ড মিন্টো
➣মর্লি-মিন্টো আইন প্রবর্তন করেন।
✪ লর্ড হার্ডিঞ্জ
➣বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন। 1911
➣ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন। 1911
✪ লর্ড চেমসফোর্ড
➣মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন প্রণয়ন করেন।
➣রওলাট আইন। 1914
✪ লর্ড মাউন্টব্যাটেন
➣ব্রিটিশ-ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট

In Bengali

ইতিহাসের মডেল প্রশ্ন উত্তর


1. কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয় ?
➟ অশোক
2. কে বল্লভভাই প্যাটেলকে 'সর্দার' আখ্যা দেন ?
➟ মহত্মা গান্ধী
3. কে পাটালিপুত্র নগরের প্রতিষ্ঠাতা ?
➟ উদয়ন
4. অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল ?
➟ ব্রাহ্মী
5. বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন ?
➟ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
6. আনন্দমঠ এর রচয়িতা কে ?
➟ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
7. পথের দাবী কে রচনা করেন ?
➟ শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
8. বর্তমান ভারত কে রচনা করেন ?
➟ স্বামী বিবেকানন্দ
9. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ?
➟ উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
10. কে লোকনায়ক হিসাবে পরিচিত ?
➟ জয়প্রকাশ নারায়ন
11. 'সত্যমেব জয়তে' কথাটির উৎস ?
➟ মুন্ডক উপনিষদ
12. কলকাতা মেডিকাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
➟ 1835 সালে
13. কবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল ?
➟ 1911 সালে
14. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তর করা হয় ?
➟ 1911 সালে
15. গদর দল কে প্রতিষ্ঠা করেন ?
➟ লালা হরদয়াল
16. 'পাকিস্তান' শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
➟ রহমত আলি
17. মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয় ?
➟ 1906 সালে
18. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?
➟ 1945 সালে
19. মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
➟ 1938 সালে
20. অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কত সালে ঘটে ?
➟ 1919 সালে
21. আন্দামান দ্বীপপুঞ্জর সুভাষচন্দ্র বসু কী নামকরণ করেছিলেন ?
➟ শহিদ দ্বীপ
22. ক-টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ?
➟ তিনটি
23. ভারতীয় জাতীয় সংগীতের রচয়িতা কে ?
➟ রবীন্দ্রনাথ ঠাকুর
24. ভারতের জাতীয় গান কে রচনা করেন ?
➟ বঙ্কিনচন্দ্র চট্টোপাধ্যায়
25. স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে 'শের ই পাঞ্জাব' নামে পরিচিত ?
➟ লালা লাজপত রাই
26. কোন সালে মহত্মা গান্ধিকে হত্যা করা হয়েছিল ?
➟ 1948 সালে
27. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
➟ 1802 সালে
28. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
➟ রণজিত সিং ও লর্ড মিন্টো (1809)
29. কবে বাংলায় দ্বৈতশাসনের অবসান ঘটে
➟ 1772 সালে
30. রেগুলেটিং আইন কবে পাস হয় ?
➟ 1773 সালে
31. স্বতবিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
➟ লর্ড ডালহৌসি
32. কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
➟ 1784 সালে
33. কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় ?
➟ 1793 সালে
34. কবে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয় ?
➟ 1857 সালে
35. বিধবা বিবাহ আইন কত সালে প্রচলন করা হয় ?
➟ 1856 সালে
36. বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন ?
➟ যতিন্দ্রনাথ মুখার্জি
37. কে ভারতের প্রথম ভাইসরয় ছিল ?
➟ লর্ড ক্যানিং
38. কে ভারতের শেষ ভাইসরয় ছিল ?
➟ লর্ড মাউন্টব্যাটেন
39. ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ কে চালু করেন ?
➟ লর্ড ডালহৌসী
40. ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে ?
➟ লর্ড ক্যানিং
41. কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয় ?
➟ হল্যান্ড
42. ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয় কখন ?
➟ 1773 সালে
43. আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক ?
➟ লর্ড বেন্টিঙ্ক
44. সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে ?
➟ লর্ড বেন্টিঙ্ক
45. কখন সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয় ?
➟ 1829 সালে
46. উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তণ করেন কে ?
➟ লর্ড বেন্টিঙ্ক
47. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় ?
➟ মায়ানমারে
48. উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর কে ছিলেন ?
➟ লর্ড মাউন্ট ব্যাটন
49. উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক ?
➟ ওয়ারেন হেস্টিংস
50. গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন ?
➟ সারনাথ
51. কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন ?
➟ বুদ্ধ
52. গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী ?
➟ যশোধরা
53. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ?
➟ 1600 সালে
54. গান্ধিজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন ?
➟ সবরমতী আশ্রম
55. হর্ষবর্ধন রচিত একটি নাটক হল
➟ কাদম্বরী
56. হর্ষচরিত কার রচনা ?
➟ বানভট্ট
57. রামচরিত কার রচনা ?
➟ সন্ধ্যাকর নন্দী
58. বুদ্ধচরিত কে রচনা করেন ?
➟ অশ্বঘোষ
59. শেরশাহ প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম কী ?
➟ মোহর
60. ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল ?
➟ শাহজাহান
61. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় ?
➟ 1914 সালে
62. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় ?
➟ 1939 সালে

In Bengali

সৌরজগৎ ও পৃথিবী

1. যে ছায়াপথের (Galaxy) অন্তর্গত তার নাম কী ? —
➠ আকাশগঙ্গা (Milky Way)
2. সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কী ? —
➠ প্রক্সিমা সেন্টাউরি
3. পৃথিবীর যমজ গ্রহ —
➠ শুক্র
4. 'গ্রেট রেড স্পট' দেখা যায় যে গ্রহে —
➠ বৃহস্পতি
5. মঙ্গলের উপগ্রহ হল —
➠ ফোবোস ও ডিমোস
6. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল —
➠ বৃহস্পতি
7. সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হল —
➠ বুধ
8. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হল —
➠ গ্যানিমিড (বৃহস্পতির উপগ্রহ)
9. যে গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে —
➠ বৃহস্পতির (67টি)
10. সবচেয়ে দ্রুত যে গ্রহ সূর্যকে পরিক্রম করে —
➠ বুধ
11. সূর্যকে পরিক্রমনের ক্ষেত্রে যে গ্রহ ধীরতম —
➠ নেপচুন
12. একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে —
➠ শুক্র
13. শনির সবচেয়ে বড় উপগ্রহ হল —
➠ টাইটান
14. সূর্যের আয়তন —
➠ পৃথিবীর আয়তনের 13 লক্ষ গুন
15. সূর্যের ভর —
➠ পৃথিবীর ভরের 3.3 লক্ষ গুন
16. পৃথিবীতে সূর্যকিরন পৌছাতে সময় লাগে —
➠ 8 মিনিট 19 সেকেন্ড
17. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব —
➠ 15 কোটি কিমি
18. পৃথিবীর বয়স কত ? —
➠ আনুমানিক 4.5 লক্ষ কোটি বছর
19. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ? —
➠ 3 লক্ষ 84 হাজার 400 কিমি
20. পৃথিবীর চারিদিকে চাঁদের আবর্তন করতে সময় লাগে —
➠ 27.33 দিন
21. পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান —
➠ 21 মার্চ 23 সেপ্টেম্বর
22. উত্তর গোলার্ধে বড় দিন —
➠ 21 জুন
23. উত্তর গোলার্ধে ছোট দিন —
➠ 22 ডিসেম্বর
24. দক্ষিণ গোলার্ধে বড় দিন —
➠ 22 ডিসেম্বর
25. দক্ষিণ গোলার্ধে ছোট দিন —
➠ 21 জুন
26. সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখের উপর পড়ে —
➠ 21 মার্চ 23 সেপ্টেম্বর
27. মহাবিষুব ও জলবিষুব যথাক্রমে —
➠ 21 মার্চ 23 সেপ্টেম্বর
28. সূর্য কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরন দেয় যথাক্রমে —
➠ 21 জুন ও 22 ডিসেম্বর
29. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি (অপসূর) হয় —
➠ 4 জুলাই (15 কোটি 20 লক্ষ কিমি)
30. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম (অনুসূর) হয় —
➠ 3 জানুয়ারি (14 কোটি 70 লক্ষ কিমি)

In Bengali

মহাদেশ ও মহাসাগর

মহাদেশ
1.এশিয়া
2.আফ্রিকা
3.ইউরোপ
4.উত্তর আমেরিকা
5.দক্ষিণ আমেরিকা
6.অস্ট্রেলিয়া
7.অ্যান্টার্কটিকা

মহাসাগর
1.প্রশান্ত মহাসাগর
2.ভারত মহাসাগর
3.আটলান্টিক মহাসাগর
4.সুমেরু মহাসাগর
5.কুমেরু মহাসাগর

In Bengali

দেশের নাম - রাজধানী -মুদ্রার নাম


দেশের নাম---রাজধানী---মুদ্রার নাম

1. ভারত———নয়াদিল্লী———রূপী
2. নেপাল———কাঠমুন্ডু———রূপী
3. বাংলাদেশে ———ঢাকা———টাকা
4. পাকিস্তান———ইসলামাবাদ———রূপী
5. ভুটান———থিম্পু———গুলট্রাম
6. শ্রীলংকা——জায়াবর্ধনপুর কোর্টে——রূপী
7. মালদ্বীপ———মালে———রূপীহা
8. আফগানিস্তান———কাবুল———আফগানী
9. মায়ানমার———নাইপিদাও———কিয়াট
10. ভিয়েতনাম———হ্যানয়———ডং
11. থাইল্যান্ড———ব্যাংকক———বাথ
12. কম্বোডিয়া———নমপেন———রিয়াল
13. পূর্ব তিমুর———দিলি———ডলার
14. ইন্দোনেশিয়া——জাকার্তা———রূপীহা
15. মালয়েশিয়া——কুয়ালালামপুর——রিংগিট
16. সৌদি আরব———রিয়াদ———রিয়াল
17. ইরান———তেহরান———রিয়াল
18. ইরাক———বাগদাদ———দিনার
19. ইয়েমেন———সানা———রিয়াল
20. ইসরাইল——জেরুজালেম——শেকেল
21. ওমান———মাস্কট———রিয়াল
22. কাতার———দোহা———রিয়ার
23. জর্ডান———আম্মান———দিনার
24. তুরস্ক———আংকারা———লিরা
25. সিরিয়া———দামেস্ক———পাউন্ড
26. উত্তর কোরিয়া——পিয়ংইয়ং——ওয়ান
27. দক্ষিন কোরিয়া———সিউল———ওয়ান
28. চীন———বেইজিং———ইউয়ান
29. জাপান———টোকিও———ইয়েন
30. তুর্কমেনিস্তান———শখাবাদ——মানাত
31. উজবেকিস্তান———তাসখন্দ——সোম
32. কাজাখস্তান———আস্তানা———টেনডো
33. জার্মানি———বার্লিন———ইউরো
34. পোল্যান্ড———ওয়ারস———জলটি
35. আলবেনিয়া———তিরানা———লেক
37. বুলগেরিয়া———সোফিয়া———লেভ
38. সার্বিয়া———বেলগ্রেড———দিনার
39. মন্টিনিগ্রো——পোডগোরিকো———ইউরো
40. বসনিয়া———সারায়েভো———দিনার
41. স্লোভাকিয়া———ব্লাটিস্লোভা———ইউরো
42. স্লোভেনিয়া———লুবজানা———ইউরো
43. কসোভো———প্রিস্টিনা———ইউরো
44. অষ্ট্রিয়া———ভিয়েনা———ইউরো
45. আয়ারল্যান্ড———ডাবলিন———ইউরো
46. ইতালি———রোম———ইউরো
47. ভ্যাটিক্যান——ভ্যাটিকেন সিটি———ইউরো
48. গ্রীস———এথেন্স———ইউরো
49. নেদারল্যান্ড———আমস্টারডাম———ইউরো
50. পর্তুগাল———লিসবন———ইউরো
51. ফিনল্যান্ড———হেলসিংকি———ইউরো
52. ফ্রান্স———প্যারিস———ইউরো
53. বেলজিয়াম———ব্রাসেল্স———ইউরো
54. মাল্টা———ভ্যালটা———ইউরো
55. সাইপ্রাস———নিকোশিয়া———ইউরো
56. স্পেন———মাদ্রিদ———ইউরো
57. লুক্সোমবার্গ———লুক্সেমবার্গ———ইউরো
58. এস্তোনিয়া———তাল্লিন———ইউরো
59. মোনাকো——মোনাকো সিটি———ইউরো
60. লাটভিয়া———রিগা———ইউরো
61. আইসল্যান্ড———রিকজার্ভিক———ক্রোনা
62. ডেনমার্ক——কোপেনহেগেন———ক্রোনা
63. নরওয়ে———অসলো———ক্রোনা
64. ব্রিটেন———লন্ডন———পাউন্ড স্টার্লিং
65. রাশিয়া———মস্কো———রুবল
66. সুইডেন———স্টকহোম———ক্রোনা
67. তুরস্ক———আঙ্কারা———লিরা
68. লিবিয়া———ক্রিপোলী———দিনার
69. মিশর———কায়রো———পাউন্ড
70. নাইজেরিয়া———আবুজা———নাইরো
71. সুদান———খার্তুম———পাউন্ড
72. কেনিয়া———নাইরোবি———শিলিং
73. মোজাম্বিক———মাপুটো———মেটিকাল
74. মাদাগাস্কার——আলতানানরিডো——ফ্রাংক
75. মালি———বামাকো———ফ্রাংক
76. মৌরিতানিয়া———নোয়াকচট———উজুইয়া
77. নামিবিয়া———উইন্ডহুক———র‌্যান্ড
78. সোয়াজিল্যান্ড———মেবেন———লিলানগিনি
79. তাঞ্জানিয়া———দারুস সালাম———শিলিং
80. জিম্বাবুয়ে———হারারে———ডলার
81. কঙ্গো———কিনসাসা———জায়ার
82. মরক্কো———রাবাত———দিরহাম
83. উগান্ডা———কাম্পালা———শিলিং
84. মরিসাস———পোর্ট লুইস———রুপী
85. দক্ষিণ আফ্রিকা=কেপটাউন———র‌্যান্ড
86. ঘানা———আক্রা———সেডি
87. আইভরিকোস্ট——আবিদজান———ফ্রাংক
88. আলজেরিয়া———আলজিয়ার্স———দিনার
89. সোমালিয়া———মোগাদিসু———শিলিং
90. সেনেগাল———ডাকার———ফ্রাংক
91. তিউনিসিয়া———তিউনিস———দিনার
92. টোগো———লোম———ফ্রাংক
93. সিয়েরালিয়ান——ফ্রি টাউন———লিওন
94. ইথিওপিয়া———আদ্দিস আবাবা———বির
95. জিবুতি———জিবুতি———ফ্রাংক
96. যুক্তরাষ্ট্র———ওয়াশিংটন ডিসি———ডলার
97. কানাডা———অটোয়া———কানডিয়ান ডলার
98. মেক্সিকো———মেক্সিকো সিটি———পেসো
99. হন্ডুরাস———তেগুসিগাপলা———ল্যামপিয়া
100. কোস্টারিকা———স্যানজোসে———কোলন
101. কিউবা———হাভানা———পেসো
102. ত্রিনিদাদ ও টোবাগো——পোর্ট অব———স্পেন ডলার
103. বারবাডোজ———ব্রিজটাউন———ডলার
104. জ্যামাইকা———কিংস্টোন———ডলার
105. হাইতি———পোর্ট অব প্রিন্স———গুর্ডে
106. চিলি———সান্টিয়াগো———পেসো
107. ব্রাজিল———ব্রাসিলিয়া———ব্রাজিলিয়ান রিয়াল
108. উরুগুয়ে———মন্টিভিডিও———পেসো
109. প্যারাগুয়ে———আসুনসিয়ন———গুয়রানি
110. পেরু———লিমা———নিউভু সোল
111. গায়ানা———জর্জ টাউন———গায়ানা ডলার
112. কলম্বিয়া———বোগোতা———পেসো
113. ভেনিজুয়েলা———কারাকাস———বলিভার
114. আর্জেন্টিনা———বুয়েন্স———আর্য়াস
115. সুরিনাম———প্যারামারিবো———পেসো
116. ইকুয়েডর———কিটো———মার্কিন ডলার
117. বলিভিয়া———লাপাজ———বলিভিয়েনো
118. অস্ট্রেলিয়া——ক্যানবেরা———অস্ট্রেলিয়ান ডলার
119. নিউজিল্যান্ড———ওয়েলিংটন———ডলার
120. ফিজি———সুভা———ডলার

In Bengali

ভারতের জাতীয় রাজপথ ও তাদের দৈর্ঘ

# এই List টি 2010 সালের আগের, বর্তমানে জাতীয় সড়কগুলির নতুন নাম্বার দেওয়া হয়েছে।
NH-1 - দিল্লি থেকে ইন্দো পাক বর্ডার - 456 km
NH-2 - দিল্লি থেকে ডানকুনি - 1465 km
NH-3 - আগ্রা থেকে মুম্বাই - 1161 km
NH-4 - থানে থেকে মুম্বাই - 1235 km
NH-5 - ঝারপোখাড়িয়া থেকে চেন্নাই - 1533 km
NH-6 - হাজিরা থেকে কোলকাতা - 1949 km
NH-7 - বানারসী থেকে কন্যাকুমারী - 2369 km
NH-8 - দিল্লি থেকে মুম্বাই - 1428 km
NH-9 - পুনে থেকে মেছলিপত্তনম - 841 km
NH-10 - দিল্লি থেকে ভারত পাকিস্তান বর্ডার - 403 km
NH-11 - আগ্রা থেকে বিকানীর - 582 km
NH-12 - জব্বল্পুর থেকে জয়পুর - 890 km
NH-17 - পানভেল থেকে এডাপল্লি - 1269 km
NH-21 - চণ্ডীগড় থেকে মানালি - 323 km
NH-24 - দিল্লি থেকে লখনৌ - 438 km
NH-31 - বারহি থেকে আমিনগাঁও - 1125 km
NH-32 - গোবিন্দপুর থেকে জামসেদপুর - 179 km
NH-34 - ডালখোলা থেকে দমদম - 443 km
NH-35 - বারাসাত থেকে ইন্দো বাংলাদেশ বর্ডার - 61 km
NH-39 - নুমালিগড় থেকে ইন্দো বার্মা বর্ডার - 436 km
NH-41 - কোলাঘাট থেকে হলদিয়া বন্দর - 51 km
NH-47 - সালেম থেকে কন্যাকুমারী - 640 km
NH-48 - ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোর - 328 km
NH-49 - কোচি থেকে ধনুষকোডি - 440 km
NH-52 - বাইহাটা থেকে সিতাপানী - 850 km
NH-55 - শিলিগুড়ি থেকে দার্জিলিং - 77 km
NH-56 - লখনৌ থেকে বানারসী - 285 km
NH-58 - দিল্লি থেকে মানপাস - 538 km
NH-60 - বালাসোর থেকে মোরগ্রাম - 446 km
NH-61 - কোহিমা থেকে ঝাঁসি - 240 km
NH-65 - আম্বালা থেকে পালি - 690 km
NH-70 - জলন্ধর থেকে মান্ডি - 170 km
NH-72 - আম্বালা থেকে হরিদ্বার - 200 km
NH-75 - গোয়ালিয়র থেকে রাঁচি - 955 km
NH-76 - পিন্ডোয়ারা থেকে এলাহাবাদ - 1007 km
NH-78 - কাটনি থেকে গুমলা - 559 km
NH-79 - আজমীর থেকে ইন্দোর - 500 km
NH-91 - গাজিয়াবাদ থেকে কানপুর - 405 km
NH-117 - হাওড়া থেকে বকখালী - 119 km
NH-150 - আইজল থেকে কোহিমা - 700 km
NH-157 - কানপুর থেকে মজফফরপুর - 581 km
NH-200 - ছাপড়া থেকে গোপালগঞ্জ - 95 km
NH-209 - সত্যমঙ্গল থেকে বেঙ্গালুরু - 456 km
NH-211 - সোলাপুর থেকে ধুলে - 400 km
NH-217 - রায়পুর থেকে আশিকা - 508 km
NH-221 - বিজয়ওয়াড়া থেকে জগদ্দল্পুর - 389 km

In Bengali

ভূগোলের মডেল প্রশ্ন উত্তর

1. ডাউন্স তৃণভূমি' কোথায় দেখা যায় ?
➟ অসেট্রলিয়ায়
2. ডুরান্ড লাইন কোথায় অবস্থিত ?
➟ পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে
3. ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্র হল?
➟ সিসমোগ্রাফ
4. ভারতের সবচেয়ে বেশি ধান উতপাদিত হয়
➟ পশ্চিমবঙ্গে
5. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?
➟ 1 মি. 28 সে.
6. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ?
➟ 76 বছর
7. হ্যালির ধূমকেতু সর্বশেষ কবে দেখা গেল ?
➟ 1986 সালে
8. হ্যালির ধূমকেতু পরবর্তীতে কবে দেখা যাবে ?
➟ 2062 সালে
9. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ ?
➟ হিমালয়, আল্পস, রকি
10. ভারত ও শ্রীলঙ্কা কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন ?
➟ মান্নান উপসাগর
11. ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি ?
➟ দার্জিলিংয়ের সিদ্রাপং
12. ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল ?
➟ সুয়েজ খাল
13. নাগার্জুনসাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?
➟ কৃষ্ণা
14. আলোকবর্ষ কী ?
➟ আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্ব
15. কোন নদীর তীরে নিউ ইয়ার্ক অবস্থিত ?
➟ হাডসন
16. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
➟ আমেরিকা
17. ভারতের প্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হল
➟ তারাপুর (মহারাষ্ট্র)
18. মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত
➟ প্রশান্ত মহাসাগরে
19. পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হল
➟ ব্রাজিল
20. বায়ুমণ্ডলের কোন স্তর বেতারতরঙ্গ প্রতিফলিত করে ?
➟ আয়নোস্ফিয়ার
21. ভারতের সর্বাধিক চা উৎপন্নকারী রাজ্যসমূহ হল
➟ আসাম, পশ্চিমবঙ্গ
22. পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয়
➟ জাপান
23. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে ?
➟ ফ্যাদোমিটার
24. ভারতের তিনটি অর্ন্তবাহিনী নদীর নাম লেখ।
➟ লুনি, মুসি, ঘর্ঘরা
25. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?
➟ নাইট্রোজেন
26. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
➟ আনাইমুদি
27. জোয়ারের কত সময় পর ভাটা হয়?
➟ 6 ঘণ্টা 13 মিনিট
28. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম
➟ ক্রনোমিটার
29. 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্যে হয় কত ?
➟ 4 মিনিট
30. 1' দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্যে হয় কত ?
➟ 4 সেকেন্ড

In Bengali

Comments